শিবগঞ্জ সাব-রেজিস্ট্রারের উপর হামলার প্রতিবাদে ফুলবাড়িয়া সাবরেজিষ্ট্রি অফিসে কর্মবিরতি পালন

মফিজ উদ্দিন তালুকদার (ময়মনসিংহ) ।।
চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সাব-রেজিষ্ট্রি অফিসে আতর্কিত সন্ত্রাসী হামলায়
সাব -রেজিস্ট্রার ইউসুফ আলী গুরুত্বর আহত হয়েছেন।
১০ জানুয়ারী মঙ্গলবার বিকেলে শিবগঞ্জ সাব রেজিস্ট্রার কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে।
বাংলাদেশ রেজিষ্ট্রেশন সার্ভিস এসোসিয়েশন এর সভাপতি অহিদুল ইসলাম ও মহাসচিব এস.এম.শফিউল বারী জানান,গত ১০ জানুয়ারী বিকাল ৩টায় শিবগঞ্জ সাব-রেজিষ্ট্রি অফিসের সাব-রেজিস্ট্রার তাঁর এজলাস কক্ষে সরকারী দায়িত্ব পালনকালে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আবুল হায়াত কর্তৃক শারীরিকভাবে লাঞ্ছিত ও মোবাইল ছিনিয়ে নেয়া এবং তার উস্কানীতে ও নির্দেশে কতিপয় দুষ্কৃতিকারী পরিকল্পিতভাবে হকিষ্টিক ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সাব-রেজিষ্ট্রার মো.ইউসুফ আলীর উপর হামলা চালিয়ে মারাত্মক ভাবে আহত ও জখম করা হয় ।
জানা যায়,ঐদিন এ ঘটনায় আহত সাব-রেজিস্ট্রার ইউসুফ আলীকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন জরুরী বিভাগের কর্মরত চিকিৎসক।এই ন্যাক্কারজনক ঘটনায়, বাংলাদেশ রেজিষ্ট্রেশন সার্ভিস এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির নির্দেশ মোতাবেক নিবন্ধন অধিদপ্তরের আওতায় বাংলাদেশের সকল জেলা রেজিষ্ট্রার অফিস ও সাব-রেজিস্ট্রার অফিসের ন্যায় উক্ত ঘটনার তীব্র নিন্দা -প্রতিবাদ ও হামলাকারীদের বিচারের দাবীতে ময়মনসিংহের ফুলবাড়িয়া সাব-রেজিষ্ট্রি অফিস ১১ই জানুয়ারি বুধবার হতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন।
তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে উক্ত ন্যক্কারজনক ঘটনার বিচার না হওয়া পর্যন্ত দেশের সকল সাবরেজিষ্ট্রি অফিসের কর্মকর্তা ও কর্মচারীসহ দলিল লেখকদের অনির্দিষ্ট কালের কর্মবিরতির মতো কর্মসূচীর সাথে একাত্মতা পোষণ করেছেন অনলাইন ই-রেজিষ্ট্রেশনে বাংলাদেশে প্রথমস্থান অর্জনকারী সাব-রেজিস্ট্রার ও বাংলাদেশ রেজিষ্ট্রেশন সার্ভিস এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম-সাংগঠনিক সম্পাদক ফুলবাড়িয়া সাব-রেজিষ্ট্রি অফিসের সুদক্ষ সাব-রেজিস্ট্রার মো. ওমর ফারুক পলাশ।
উক্ত ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দেশের সকল দলিল লেখকদের কলম বিরতি রাখার জন্য আহবান জানান,বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সভাপতি আলহাজ্ব নূরে আলম ভূঁইয়া ও মহাসচিব যোবায়ের আহমেদ।
উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দলিল লেখক সমিতির কেন্দ্রীয় কার্যকরী কমিটির সম্মানিত সদস্য মফিজ উদ্দিন তালুকদার বলেন,দোষীদের বিচার না হওয়া পর্যন্ত আমরা কলম বিরতি ও মানববন্ধনসহ দেশের সকল দলিল লেখকদের সঙ্গে নিয়ে কঠিন কর্মসূচি পালন করতে প্রস্তুতি নিচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share & Like
Share & Like