শম্ভুগঞ্জ পরিবহন শাখা কার্যালয়ের ৩ তলা নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করলেন মসিক মেয়র মোঃ ইকরামুল হক টিটু

স্টাফ রিপোর্টার।। ময়মনসিংহ জেলা মটরযান কর্মচারী ইউনিয়নের অন্তর্গত শম্ভুগঞ্জ মটর শ্রমিক পরিবহন শাখার নব নির্মিত তিন তলা বিশিষ্ট ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু । ১২ জানুয়ারি বিকেলে নগরীর ৩৩নং ওয়ার্ডের শম্ভুগঞ্জে মোড়ে পরিবহন শাখার নিজস্ব জমিতে ভবনটি নির্মানের ভিত্তি স্থাপর করা হয় ।
শম্ভুগঞ্জ পরিবহন শাখার শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আনিসুর রহমান উজ্জল এর
সভাপতিত্বে সাধারণ সম্পাদক আরশাদ আলী আসাদ এর সঞ্চালনায় ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ সিটি করপোরেশন ৩৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ শাহজাহান মুনির, ময়মনসিংহ মহানগর কৃষকলীগের সভাপতি এ বি সিদ্দিক,৩৩নং ওয়ার্ড আওয়ামীলীগের আহ্বায়ক মুক্তার হোসেন ।
ভবন নির্মাণ কাজ এর ইঞ্জিনিয়ার মুস্তাফিজুর রহমান । ময়মনসিংহ জেলা মটরযান কর্মচারী ইউনিয়নের যুগ্ম সম্পাদক আলী হোসেন, প্রচার সম্পাদক স্বপন মিয়া প্রমুখ। ,