মোবিলিটি বাংলাদেশ ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন করেছেন মসিক মেয়র ইকরামুল হক টিটু

আজ রবিবার বেলা ১২ টায় নতুনবাজার সাহেব আলী রোডে আধুনিক, বিজ্ঞানসম্মত ফিজিওথেরাপি সেন্টার মোবিলিটি বাংলাদেশ এর শুভ উদ্বোধন করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মোঃ ইকরামুল হক টিটু।
প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেন, অনেক মানুষ দুর্ঘটনার শিকার হয়ে বা জন্মগত ভাবেই প্রতিবন্ধী হয়ে বেঁচে আছেন, তাদের আধুনিগ চিকিৎসার মাধ্যমে কৃত্রিম অঙ্গ বা যন্ত্র প্রতিস্থাপনের মাধ্যমে সমাজের মূল স্রোতধারায় ফিরিয়ে আনা সম্ভব। তার জন্য মোবিলিটি বাংলাদেশ কাজ করবে বলে প্রত্যাশা করি।
মাননীয় মেয়র এ প্রতিষ্ঠান এর সফলতা কামনা করেন।
এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনাইটেড গার্ডেন বিল্ডার্স লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাহজাহান সরকার, স্কুল হেল্থ প্রোগ্রাম সিভিল সার্জন অফিস এর মেডিকেল অফিসার ডাঃ শরিফ নূর জান্নাত, সিআরপি, বাংলাদেশ এর ফাউন্ডার এন্ড কোর্ডিনেটর ভ্যালেরি এ টেলর, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেইন রাজীব, ক্লিন আপ বাংলাদেশ এর চেয়ারম্যান অ্যাডভোকেট মতিউর রহমান ফয়সাল, ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক ডাঃ আব্দুল্লাহ আল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।