রাস্তা পার হয়ে দাদার কাছে যাওয়ার সময় পিক আপ চাপায় শিশুর মৃত্যু!

স্টাফ রিপোর্টার ।। ময়মনসিংহের তারাকান্দায় মায়ের হাত থেকে ছিটকে পড়ে পিকআপ চাপায় নুসরাত (৪)নামের এক শিশু নিহত হয়েছে।
১৬ই জানুয়ারী সোমবার সকালে তারাকান্দা উপজেলা কমপ্লেক্সের সামনে শেরপুর -ময়মনসিংহ মহাসড়কে এ সড়ক দূর্ঘটনা ঘটে।
নুসরাত ময়মনসিংহের তারাকাকান্দা উপজেলার কুরকুচিকান্দার বাসিন্দা মোঃ শাহজাহানের কন্যা। স্থানীয় সূত্র জানায়, শিশুটি তার মায়ের সঙ্গে বিদ্যুৎ বিল দিয়ে উপজেলা কমপ্লেক্সের সামনে মহাসড়কের পাশে দাড়িয়ে ছিলো, হঠাৎ করে মায়ের হাত থেকে ছুটে রাস্তা পারাপার হয়ে বিপরীত পাশে দাদীর কাছে যাওয়ার সময় ফুলপুর গামী একটি পিক-আপ চাপা দিলে ঘটনা স্থলে মারা যায় শিশু নুসরাত। ঘাতক পিকআপ’কে আটক করেছে ফুলপুর থানা পুলিশ।