তারাকান্দায় রাস্তা পার হতে গিয়ে ট্রাক চাপায় শিশু নিহত

সেলিনা কবীর।। তারাকান্দায় বাবার ব্যাবসা প্রতিষ্ঠানে আসার সময় রাস্তা পার হতে গিয়ে ট্রাক চাপায় শিশুর মৃত্যু হয়েছে।
ময়মনসিংহ নেত্রকোনা মহাসড়কের কাশিগঞ্জের গজহরপুর নামক স্থানে ট্রাকের চাকায় পিষ্ট শিশু
আকরামউল এর পুত্র মোঃ আমানউল্লাহ (১০) খিঁচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র ছিল।
বৃহস্পতিবার ২ ফেব্রুয়ারী বিকাল সাড়ে পাঁচ টার দিকে এ দূর্ঘটনাটি ঘটে।
দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের জানান,
শিশুটি গজহরপুর তার বাবার ব্যবসা প্রতিষ্ঠানে আসার সময় বিপরীত থেকে আসা অপর একটি ট্রাক তাকে চাপা দিয়ে দ্রুত গতিতে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ময়মনসিংহ- নেত্রকোনা মহাসড়ক ২ ঘন্টা অবরোধ করে রাখে। এ সময় রাস্তার দুই পাশে শতশত যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে তারাকান্দা থানা পুলিশ ও শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতাকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনলে পুনরায় যানবাহন চলাচল শুরু হয়।
শ্যামগঞ্জ হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক এ কে এম মঞ্জুরুল হক জানান এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা চলছে। বাকী আইনগত সব ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।