বিদ্যুতের খুঁটি স্থাপন কে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত ১

ডেস্ক রিপোর্ট।।
ময়মনসিংহের গৌরীপুরে বিদ্যুতের খুঁটি স্থাপন নিয়ে প্রতিপক্ষের হামলায় সাজ্জাদুল হক (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনার পর প্রতিপক্ষের বাড়িতে অগ্নিসংযোগে অন্তত ২০টি ঘর পুড়ে গেছে।

রোববার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার রামগোপালপুর ইউনিয়নের পাঁচাশি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাজ্জাদুল হক ওই এলাকার তাহির উদ্দিনের ছেলে।

বিকেল ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সাজ্জাদুল মারা যান। এ ঘটনায় আহত তিনজন হাসপাতালে চিকিৎসাধীন।

নিহত সাজ্জাদুল হকের বড় ভাই এনামুল হক বলেন, প্রায় ৩০০ একর জমিতে বোরো আবাদ করার জন্য একটা ট্রান্সফরমারের আবেদন করেছিলাম। সেই অনুযায়ী পিডিবি ট্রান্সফরমার অনুমোদন দিয়েছিল। কিন্তু, একটা পক্ষ বাধা দিয়ে আসছিল। এই নিয়ে বেশ কিছুদিন ধরে ঝামেলা চলছিল। বিষয়টি স্থানীয় চেয়ারম্যান আবদুল্লাহ আল আমিন জনি মীমাংসার চেষ্টা করেছিলেন। কিন্তু প্রতিপক্ষরা তা মানেনি।

তিনি আরও বলেন, রোববার পিডিবির ঠিকাদার শ্রমিক নিয়ে কাজ শুরু করেন। এসময় স্থানীয় রায়হান, শিমুল, উজ্জল, সুজন, বাবুলসহ কয়েকজন মিলে ঠিকাদারকে খুঁটি স্থাপনে বাধা দেন। খবর পেয়ে আমার ভাই-ভাতিজাসহ কয়েকজন ঘটনাস্থলে গেলে তারা অতর্কিত দা-বল্লম নিয়ে হামলা করে। এসময় আমার ভাই সাজ্জাদুল হককে মাথায় কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর আমার ভাই মারা যায়।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা আবাসিক প্রকৌশলী ইমতিয়াজ মামুন বলেন, ওই খুঁটি স্থাপন নিয়ে আগে থেকেই স্থানীয় দুইপক্ষের ঝামেলা ছিল। তাই, ঠিকাদার হারুন অর রশিদকে ঝামেলা না মেটা পর্যন্ত খুঁটি স্থাপনে নিষেধ করা হয়েছিল। এর চেয়ে বেশিকিছু আমার জানা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share & Like
Share & Like