ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতির ২১ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতির ২১ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি -৩ শম্ভুগঞ্জ কার্যালয় প্রাঙ্গনে এই বার্ষিক সদস্য সভা অনুষ্ঠিত হয়।
বছরের সেরা গ্রাহক ৮২ মাঝে পুরস্কার বিতরণ করা হয়। কুপনের মাধ্যমে ১৫ জনকে পুরস্কার দেয়া হয়।
উপস্থিত ছিলেন, ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি ৩ এর সভাপতি মো. আবু ছালেক ইব্রাহিম খান, সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম, সচিব সাজেদা আক্তার খাতুন, কোষাধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, এলাকা পরিচালক ডা. মো. নিজাম উদ্দিন, মোসা. জেসমিন আক্তার, মো. আবুল কালাম আজাদ, মনোনীত এলাকা পরিচালক আল মাসুদ বিশ্বাস, মো. আবু তাহের সিদ্দিক, মহিলা পরিচালক হামিদা আক্তার মল্লিক, মহিমা চিসিমসহ প্রমুখ।
ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি ৩ এর জেনারেল ম্যানেজার মোহাম্মদ আবুল কালাম আজাদ, সহকারী জেনারেল ম্যানেজার মো. আফজাল হোসেন, পাওয়ার ইজ কো-অর্ডিনেটর কামাল উদ্দিন আহমেদসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।