ফেসবুকে অভিমানের স্ট্যাটাস দিয়ে আনন্দ মোহন কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা

ডেস্ক রিপোর্ট।।
বিষপানে আনন্দ মোহন কলেজের ২০১৯/২০ সেশনের শিক্ষার্থী শামিম হোসেন মারা গেছে । বুধবার (১৯ জুলাই) বিকেলে ৩ দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় শামিম । গত মঙ্গলবার রাতে শামিম ফেসবুকে “অভিমান”
লিখে একটি পোস্ট দিয়ে রাত আনুমানিক ৮টার দিকে বিষপান করে ।
শামিম নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা গ্রামের কৃষক বাবা কালা মিয়ার পুত্র । সে আনন্দ মোহন কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিল ।
মৃত শামিমের রুমমেট হৃদয় জানান,শামিম ১৭ জুলাই সোমবার মেস থেকে বাড়িতে চলে যায় । পরের দিন বাড়িতে থাকা অবস্থায় বিষপান করে ।
প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে প্রেম ঘটিত কারণে শামিম বিষপান করেছে ।
বর্তমানে শামিমের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে ।