ময়মনসিংহ জেলা পরিষদ চেয়ারম্যান এর সুস্থ্যতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।

স্টাফ রিপোর্টার ।।
শনিবার (২২ জুলাই ) বাদ মাগরিব রাঘবপুর আনসার ভিডিপি উন্নয়ন গ্রাম বহুমুখী সমিতি লিমিটেড এর উদ্যোগে ময়মনসিংহ জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান এর রোগমুক্তি ও সুস্থ্যতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রাঘবপুর আনসার ভিডিপি উন্নয়ন গ্রাম বহুমুখী সমিতি লিমিটেড এর কার্যালয়ে
ময়মনসিংহ জেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান
বাংলাদেশ আওয়ামী যুবলীগ ময়মনসিংহ জেলা শাখার সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক
সাবেক ডাকসুর ভারপ্রাপ্ত ভিপি বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ জেলা শাখার
সাবেক সহ-সভাপতি অধ্যাপক ইউসুফ খান পাঠান এর আশু সুস্থতা ও দীর্ঘাযু কামনা করে দোয়া করা হয়।
এ সময় চেয়ারম্যানের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়ে মোনাজাত করেন মাওলানা মোঃ আঃ রহিম। দোয়া শেষে উপস্থিত মুসল্লিসহ সকলের মধ্যে তবারক বিতরণ করা হয়।
উল্লেখ্য ময়মনসিংহ জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান কিছুদিন যাবত অসুস্থ। স্থানীয় ভাবে চিকিৎসা নেয়ার পর উন্নত চিকিৎসার জন্য এখন তিনি ভারতের চেন্নাইয়ে আছেন। তার আশু সুস্থতা কামনা করে রাঘবপুর আনসার ভিডিপি উন্নয়ন গ্রাম বহুমুখী সমিতি লিমিটেড এর সাধারণ সম্পাদক মোঃ শহীদুল্লাহ হক রাজীব মন্ডল দোয়া ও মিলাদ মাহফিল এর আয়োজন করেন।