তারাকান্দায় ট্রাক সিএনজি সংঘর্ষে ২ জন নিহত! আহত ৩

স্বপ্নীল বাংলাদেশ ডেস্ক ।।
ময়মনসিংহের তারাকান্দায় বালুবাহী ট্রাক সিএনজি সংঘর্ষে সিএনজি আরোহী ২ জন ঘটনাস্থলেই নিহত হয়েছে। দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছে ৩ জন। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (১২ নভেম্বর ) দুপুরে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের গজহরপুর মা অটো রাইসমিলের সামনে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, ময়মনসিংহ থেকে সিএনজি যোগে নেত্রকোনা যাওয়ার পথে ময়মনসিংহগামী বালুবাহী ট্রাক চাপায় সিএনজি’র ৫ যাত্রীর ২ জন ঘটনাস্থলেই মারা যায়। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।