ময়মনসিংহ ব্যস্ততম নগরীর যানজট দুর্ভোগ নিরসনে কোতোয়ালী পুলিশের অভিযান

 

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ
বিভাগীয় নগরী ময়মনসিংহে অসহনীয় যানজট। ফলে প্রতিদিন নগরবাসীর দুর্ভোগ পোহাতে হচ্ছে। নির্দিষ্ট সময়ে এখন আর কেউ গন্তব্যে পৌঁছাতে পারছে না। নগরীর গণমানুষের দুঃখ কষ্টের কথা চিন্তা করে ওসি মোঃ মাইন উদ্দিন অভিযানে নেতৃত্ব দেন।

মানুষের দুর্ভোগ লাগবে চলাচলের সুবিধা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করণে রাস্তার উপর জনশৃংঙ্খলা রক্ষায় জেলা পুলিশ সুপার মাছুম আহমেদ ভূঞার নির্দেশনায় ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মাইন উদ্দিন, পুলিশ পরিদর্শক তদন্ত ইন্সপেক্টর আনোয়ার হোসেন সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

বৃহস্পতিবার ২১ মার্চ ২০২৪ তারিখে দুপুর থেকে থানা ও ফাঁড়ীর অফিসার ফোর্স নিয়ে গাঙ্গিনাপার, ওল্ড পুলিশ ক্লাব রোড, ট্রাংপট্টি, বাসা বাড়ি মার্কেট , ও বড় মসজিদ এলাকার রাস্তা অবমুক্ত যানজট নিরসন করতে হকার উচ্ছেদে ব্যাপক অভিযান পরিচালনা করেন। জনশৃংঙ্খলা রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।

উল্লেখ্য যে, এর আগে দাপুনিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করায় জনমনে স্বস্তি ফিরে এসেছে। বর্তমানে নগরীর গাঙ্গিনারপাড়, নতুন বাজার মোড়, স্বদেশী বাজার আমপট্টি মোড়, চড়পাড়া মোড়, ব্রীজের মোড়, জিলাস্কুল মোড়, জুবলীঘাট মোড়, রাজবাড়ি সংলগ্ন গঙ্গাদাশ গুহ রোড মোড়, টাউন হল মোড়, কাঁচিঝুলি মোড়, সানকিপাড়া বাজার রেলক্রসিং, নাসিরাবাদ স্কুল রেলক্রসিং, নতুন বাজার রেলক্রসিং, সি,কে ঘোষ রোড রেলক্রসিং, মেডিকেল কলেজ হোস্টেল গেইট রেলক্রসিং, কৃষ্টপুর-পাটগুদাম রেলক্রসিং, খাগডহর ঘুন্টি রেলক্রসিং। এই সকল জায়গাগুলোতে যানজট নিত্য নৈমত্তিকি ব্যাপার হয়ে দাড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share & Like
Share & Like