অটোরিক্সা চালক কে হত্যাকান্ডের ঘটনায় ৩ জন আটক

ময়মনসিংহ প্রতিনিধি।।
তারাকান্দার কামারিয়া পূর্ব পাড়ায় সংগঠিত অটোরিক্সা চালককে হত্যাকান্ডের ঘটনায় ছিনতাইকৃত অটোরিক্সার ৪ টি ব্যাটারী ২৮ হাজার টাকা উদ্ধার পূর্বক ৩ ছিনতাইকারী কে আটক করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থা।
ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানাধীন চরখরিচা ও জয়বাংলা বাজার এলাকা হতে তাদের আটক করা হয়।
আটককৃত ছিনতাইকারীরা হলো মোঃ সোহেল(৩২), পিতা: কিতাব আলী, সাং: চর আনন্দীপুর, (ব্যাটারী বিক্রেতা)জামান(২৯), পিতা: লুৎফর, সাং: চর আনন্দীপুর (সরাসরি হত্যায় জড়িত)হযরত আলী(৩৫), পিতা: হাজী গোলাম মোস্তফা, সাং: চর খরিচা বাজার,(ব্যাটারী ক্রেতা)
তারা সকলেই ময়মনসিংহ কোতয়ালি থানা এলাকার বাসিন্দা।
উল্লেখ্য গত ২৯ জুন (বৃহস্পতিবার) ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কামারিয়া এলাকায় রাস্তার পাশের ডোবায় একজন পুরুষের অজ্ঞাত লাশ পাওয়া যায়।

ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুর ইসলামের তত্বাবধানে ডিবি পুলিশ অজ্ঞাত লাশের পরিচয় উদঘাটন করে জানতে পায় সে অটোচালক। অটোরিক্সা ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করে।
আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদে তারা হত্যাকান্ডের দায় স্বীকার করে জানায় যে, গত ২৮ জুন রাত ২৩:৩০ ঘটিকায় পরিকল্পিতভাবে যাত্রী বেশে তারা কোতোয়ালি চায়না মোড় এলাকা হতে আঃ মালেক(৬৫) এর অটোরিকশাটি ভাড়া করে। সময় কাটানোর অজুহাতে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে ২৯ জুন রাত অনুমান ১:৩০ ঘটিকায় তারা নির্জন রাস্তায় নিয়ে আঃ খালেক(৬৫) এর গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে ও লাশ রাস্তার পাশে ফেলে অটোরিক্সা টি নিয়ে যায়।

হত্যা রহস্য উদঘাটনে ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থার অভিযানে ২৪ ঘন্টার মধ্যেই এই হত্যাকান্ডের সাথে জড়িত থাকায় ৩ জন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। এ ঘটনার সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন
ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুর ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share & Like
Share & Like