কলমাকান্দায় রমজান উপলক্ষে যুব সমাজের অভিনব উদ্যোগ।

 

কলমাকান্দা থেকে রীনা হায়াৎঃ

নেত্রকোণার কলমাকান্দায় সদর ইউনিয়ন পরিষদ জামে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে পুরো রমজান মাসের জন্য ব্যাগ ভর্তি বাজার করে দেওয়া হয়।
বুধবার ২য় রমজান এর দিন যোহরের নামাজ পরে কলমাকান্দা ইউনিয়ন পরিষদ এর ঈমাম ও মুয়াজ্জিনের হাতে এই বাজার তুলে দেওয়া হয়।
উল্লেখ্য যে,এখানে রয়েছে ২৫ কেজি চাল, ২ কেজি ডাল,১ কেজি চিনি,১ কেজি বুট ও বিভিন্ন মশলাদিসহ নিত্য প্রয়োজনীয় আরো অনেক কিছু।
এসময় মসজিদ ভর্তি মুসল্লি সহ উপস্থিত ছিলেন উক্ত মসজিদের যুব সমাজ মুসল্লিয়ান।এতে অন্যান্য মুসল্লিয়ানরা খুশিতে যুব সমাজ মুসল্লিদের সাধুবাদ জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক কিছু যুবক জানান,রমজান মাস উপলক্ষে বাজারের সবকিছুরই দামই উর্ধগামী।ইমাম ও মুয়াজিন্নের সামান্য বেতনে সারামাস বাজার করে চলাটা প্রায় অসম্ভব।বর্তমানে বাজার দাম উনাদের জন্য জুলুম হয়ে পরছে।তাই আমরা কতিপয় যুবক মিলে এই উদ্যোগ গ্রহন করি।
আরো একজন জানান,আমরা চাই প্রতিটা এলাকায় যেন যুবকরা মিলে এরকম উদ্যোগ গ্রহন করে তাদের এলাকার ইমাম ও মুয়াজ্জিনের পাশে দাঁড়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share & Like
Share & Like