তারাকান্দায় ছেঁড়া ১০টাকা নিয়ে হত্যা ঘটনায় জড়িত দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ

 

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায দোকানে সিগারেটের ছিড়া ১০টাকা নোট নিয়ে দুই পক্ষের সংঘর্ষে বাবা ও ছেলেকে কুপিয়ে জখমের ঘটনায় ছেলে মো. ইকবাল (২৩) নিহত হওয়ার ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করেছে তারাকান্দা পুলিশ।

এবিষয়ে অফিসার ইনচার্জ মো: ওয়াজেদ আলী জানান পুলিশ সুপার জনাব মাছুম আহম্মদ ভূঞা দিক নির্দেশনায় এ ঘটনার ২৪ ঘন্টার মধ্যে এজাহার নামীয় অভিযুক্তদের মধ্যে আব্দুর রশিদ মন্ডল (৪০) ও ফারুক মন্ডল (২৫) দুজন আসামীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারি অভিযানে অফিসার ইনচার্জ (ওসি) মো: ওয়াজেদ আলীর নেতৃত্বে এসআই শামীম, এস, আই হাশিম সঙ্গীয় ফোর্স দায়িত্বশীল ভূমিকা পালন করেন।

মঙ্গলবার (২৩ এপ্রিল) রাত ৮ টার দিকে উপজেলার বানিহালা ইউনিয়নের মাজিয়াল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ইকবালের বাবা সাদেক মুন্সি স্থানীয় মাজিয়াল এলাকার দিঘারকান্দা গ্রামের মৃত শাবান আলীর ছেলে। সাদেক স্থানীয় মাজিয়াল বাজারের ব্যবসায়ী বলে জানা গেছে। জখমী মো. সাদেক মুন্সি (৪৮) সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন আছেন।

এবিষয়ে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ মো: ওয়াজেদ আলী আরো বলেন, দোকানে সিগারেট কিনে ১০ টাকার ছিড়া নোট দেয়। দোকানদার টাকা চেইঞ্জ করে দিতে বললে না দিয়ে তর্ক শুরু করে। এক পর্যায়ে দোকানদার ইকবালকে স্টেপ করে। বাবা ফিরাইতে গেলে তাকেও যখম করে। ছেলে ইকবাল নিহত হয়েছে নিহতের পিতাকে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার নিহত ইকবালের জানাজায় অনুষ্ঠিত হয়। উক্ত জানাজায় ওসি ওয়াজেদ আলী অংশগ্রহণ করে ভুক্তভোগী পরিবারকে ন্যায় বিচার পাওয়ার আইনগত সহায়তার বিষয়ে আশ্বস্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share & Like
Share & Like