কৃষিবিদ মোস্তাফিজুর রহমান নাইম কে পরিচালক করে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এন্টিকরাপশন সোসাইটির -কমিটি গঠন

ডেস্ক রিপোর্ট।। ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এন্টিকরাপশন সোসাইটির -গভঃরেজি-এস ৯০২৩/০৪.
মযমনসিংহ বিভাগের, ময়মনসিংহ জেলার কৃষিবিদ মোস্তাফিজুর রহমান নাইম কে পরিচালক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (২ নভেম্বর) হা..মাহমুদুল হাসান যুুক্তিবাদী
কেন্দ্রীয় মহা-সচিব এর অনুমতিতে এ কমিটি প্রকাশ করা হয়।

ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এন্টিকরাপশন সোসাইটির – নব-নির্বাচিত পরিচালক
কৃষিবিদ মোস্তাফিজুর রহমান নাইম জানান, শারিরিক ও মানসিক সুস্থতার জন্য এবং যুব সমাজকে মাদক ঘুষ,দূর্ণীতি সহ বিভিন্ন অপরাধ থেকে দূরে রাখতে
ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এন্টিকরাপশন সোসাইটির বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
যা ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে ইনশাল্লাহ।
ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এন্টিকরাপশন সোসাইটির কেন্দ্রীয় কমিটির পরিচালক সহ সকল সদস্যদের অনুপ্রেরণা ও সহযোগিতায় এগিয়ে যাবে
ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এন্টিকরাপশন সোসাইটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share & Like
Share & Like