ময়মনসিংহে প্রান্তিক কৃষকদের মাঝে বিভিন্ন প্রজাতির সব্জি ও ধান বীজ বিতরণ

স্টাফ রিপোর্টার।।
বিশ্বব্যাপি যে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে সেটা মাথায় রেখে দেশকে বাঁচাতে কৃষির উপর অধিক গুরুত্ব দিতে জননেত্রী শেখ হাসিনা ঘোষিত “বাংলাদেশের কোথাও ১ ইঞ্চি জমি যেন অনাবাদী না থাকে “এই প্রতিপাদ্য বাস্তবায়নে ময়মনসিংহে সিটি ব্যাংক এবং টি এম এস এস এর যৌথ উদ্দোগে প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে বিভিন্ন সব্জি ও ধান বীজ বিতরণ করা হয়েছে।

বুধবার (১২ জুলাই) সকালে ময়মনসিংহের সদর উপজেলার শম্ভুগঞ্জে এক অনুষ্ঠানের মাধ্যমে ৩৬০ জন কৃষকের মাঝে বিনা মূল্যে এসব বীজ বিতরণ করা হয়। পবিত্র কুরআন শরীফ তেলাওয়াত এর মাধ্যমে জোন প্রধান মোঃ মাহবুবুল আলম এর সঞ্চালনায়, মোঃ আহসান হাবিব মোহন ডোমেইন প্রধান এইচ ই এম ওপি-১২এর সভাপত্বিতে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সোহেল রানা শিশির, কৃষি কর্মকর্তা ময়মনসিংহ সদর উপজেলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব ফারুকুল ইসলাম রতন, চেয়ারম্যান ৭ নং চর নিলক্ষীয়ায় ইউনিয়ন পরিষদ। টি এম এস এস এর সিনিয়র জোনাল ম্যানেজার মোঃ জিন্নাতুল ইসলাম এর স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, অঞ্চল প্রধান আঃ আওয়াল, শাখা ব্যাবস্থাপক মোঃ সেলিম উদ্দিন, শাহ আলম, মেহেদী হাসান সহ টি এম এস এস এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
সংগঠনটি অদ্যবধি বই বিতরণ, ত্রান সামগ্রী বিতরণ সহ বিভিন্ন সময়ে সামাজিক কর্মকাণ্ড চালিয়ে ইতিমধ্যে জনসাধারণের মাঝে ইতিবাচকম সাড়া ফেলতে সক্ষম হয়েছেন। এরই ধারাবাহিকতায় কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল বীজ বিতরণ কার্যক্রম পরিচালনা শুরু করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share & Like
Share & Like