নান্দাইল দলিল লেখক সমিতির সম্পাদক এনামুল হককে এসএসসি- ২০০০ ব্যাচের অভিনন্দন

মফিজ উদ্দিন তালুকদার (ময়মনসিংহ)।। ময়মনসিংহের এক ঐতিহ্যবাহী সাবরেজিষ্ট্রি অফিসের নাম নান্দাইল সাবরেজিষ্ট্রি অফিস। অনলাইন ই-রেজিষ্ট্রেশন কার্যক্রমে বাংলাদেশের প্রথম স্থান অর্জনকারী অত্র অফিস। অত্র অফিসের আওতাধীন নান্দাইল উপজেলা দলিল লেখক সমিতি। উক্ত সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন/২০২২ বিনা প্রতিদ্বন্দ্বীতায় হাজী এনামুল হক নির্বাচিত হয়েছেন। তিনি অত্র দলিল লেখক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মরহুম আক্কাছ আলীর পুত্র। দলিল লেখক সমিতির নির্বাচন পরিচালনায় দায়িত্বে থাকা আজহারুল ইসলাম খান জানান,৩১ শে মার্চ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো,কিন্তু ‘সিদ্দিক-রিয়াজ ও রায়হান ‘প্যানেল এর মনোনয়ন বাতিল হয়েছে। অপরদিকে ‘মোজাম্মেল -এনামুল ও সালাম ‘ প্যানেল এর মনোনয়ন বৈধ বলে চুড়ান্ত হওয়ায় উক্ত প্যানেল বিনাপ্রতিদন্ধীতায় নির্বাচিত হয়েছে। গত ১৪ ই মার্চ উক্ত প্যানেল হতে বিনাপ্রতিদন্ধীতায় সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আলহাজ্ব এনামুল হক সরকার। এনামুল হক এসএসসি -২০০০ ব্যাচের বন্ধু। তাই ময়মনসিংহ এসএসসি -২০০০ ব্যাচের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ‘বন্ধু মহল এসএসসি-২০০০ ব্যাচ ময়মনসিংহ ‘।