ময়মনসিংহে পুলিশ কনস্টেবল এর মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট।। ময়মনসিংহ সদরে সাদ্দাম হোসেন (২৭) নামে এক পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার করা হয়েছে। ২৫ ফেব্রুয়ারী (শনিবার) বিকালে বাঘেরকান্দা নিজকল্পা এলাকার একটি মেহগনি বাগান থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সাদ্দাম হোসেন সদর উপজেলার বাঘেরকান্দা এলাকার বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিমের ছেলে। তিনি সুনামগঞ্জের দিরাই থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, শুক্রবার রাত ১১টার দিকে রাতের খাবার খেয়ে বাড়ি থেকে বের হন সাদ্দাম। পরে রাতে আর বাসায় ফেরেননি তিনি। শনিবার বিকেল ৩টার দিকে এক নারী স্থানীয় আমিনুল ইসলামের মেহগনি বাগানে পাতা কুড়াতে গিয়ে সাদ্দামের মরদেহ পড়ে থাকতে দেখেন। আশপাশের লোকজনকে বিষয়টি জানানোর পর থানায় খবর দেন। ওসি বলেন, নিহতের গলায় পেঁচানো দাগ পাওয়া গেছে। মৃত্যুর কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।
জানা যায় , কিছুদিন আগে ছুটিতে বাড়ি আসেন সাদ্দাম। তবে ছুটির মেয়াদ শেষ হলেও কর্মস্থলে যাননি তিনি ।