ঈদের আনন্দ ভাগ করে নিতে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন এসপি মাছুম আহাম্মদ ভুঞা

 

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ
আজ বৃহস্পতিবার (০৪ এপ্রিল ২০২৪) তারিখ সকাল ১১:০০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে পুলিশ হাসপাতালে কর্মরত ১৭ জন পুলিশ সদস্য এবং ৮ জন সিভিল স্টাফকে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা এর নিজ হাতে ঈদ উপহার হিসেবে পাঞ্জাবি এবং শাড়ি তুলে দেন।

পরবর্তীতে ময়মনসিংহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত ৪৪ জন আউটসোর্সিং সদস্যদের মাঝে সম্মানিত পুলিশ সুপার মহোদয় ঈদ উপহার হিসেবে চাল, ডাল, আটা, চিনিসহ অন্যান্য খাদ্য সামগ্রী ঈদ উপহার হিসেবে প্রদান করেন। ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর এই মহতী উদ্যোগ হাসপাতালে কর্মরত পুলিশ সদস্য এবং আউটসোর্সিং সদস্যদের ঈদের আনন্দকে বহুগুনে বর্ধিত করবে বলে আমরা আশা করি।

উপহার সামগ্রী বিতরণকালে সম্মেলনকক্ষে উপস্থিত ছিলেন মোঃ রায়হানুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ ) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), মোঃ শামীম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), ফাল্গুনী নন্দী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), তাহমিনা আক্তার, সহকারী পুলিশ সুপার, এসএএফ, ময়মনসিংহ এবং জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share & Like
Share & Like