অনুমোদিত পরিকল্পনার বাইরে ভবন নির্মাণ করায় তা ভেঙে দিয়েছে মসিক ভ্রাম্যমাণ আদালত

 

শম্ভুগঞ্জ মাঝিপাড়া এলাকায় অনুমোদিত পরিকল্পনায় মোতাবেক সেট ব্যাক অনুসরণ করে ভবন নির্মাণ না করে বরং ভবনের কিছু অংশ রাস্তার উপর নির্মাণ করায় আজ সকালে অভিযান পরিচালনা করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় রাস্তার উপর নির্মিত ভবনের অংশসহ রাস্তার সীমানা থেকে ৪ ফুট জায়গায় নির্মিত ভবনের অবকাঠামো ভেঙে দেয় মসিক ভ্রাম্যমাণ আদালত। এছাড়া, ভবনমালিকের নামে অনুমোদনকৃত ৬ তলা ভবনের অনুমোদন বাতিল করেছে সিটি কর্পোরেশন।

প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুর রহমান এ অভিযানের নেতৃত্ব দেন। অভিযানকালে তিনি বলেন, অনুমোদিত পরিকল্পনার বাইরে ভবন নির্মাণ করা হলে তার বিরূদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সিটি কর্পোরেশন আইন নিয়মিত এ অভিযান পরিচালনা করা হবে।

এ সময় ৩৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ শাহজাহান মুনির,  জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, নির্বাহী প্রকৌশলী মোঃ জহুরুল হক, নগর পরিকল্পনা মানস বিশ্বাস, স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share & Like
Share & Like